নলেন গুড়ের সন্দেশ (Nonel Gurer Sondesh) হলো এক বিশেষ ধরণের বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি, যা মূলত শীতকালে তৈরি করা হয়।
এটি তৈরি হয় ছানা (চেনা) ও নলেন গুড় (খেজুরের রস থেকে তৈরি গুড়) দিয়ে। এই গুড়ের প্রাকৃতিক সুগন্ধ ও স্বাদই সন্দেশটিকে করে তোলে অন্যসব মিষ্টির থেকে আলাদা।









